প্রশ্নঃ আপু আমার এ মাসে পিরিয়ড ভালো হওয়ার ৬-৭ দিন পর আবার ব্লিডিং শুরু হয়েছে। এটা কি কোনো সমস্যা?
উত্তরঃ আপনি আরো কয়েক মাস দেখুন এরকম অনিয়ম হয় কিনা। অনিয়মিত পিরিয়ড বলতে ২১ দিনের আগে এবং ৩৬ দিনের পরের পিরিয়ডকে বুঝায়। প্রথম কয়েক বছর প্রাথমিক পর্যায়ে পিরিয়ড অনিয়মিত হতে পারে হরমোনাল ব্যালান্সের উঠানামার কারণে। অনেক কারণেই আপনার পিরিয়ড প্রভাবিত হতে পারে,
* জীবন-যাত্রার ধারা পাল্টানো যেমন-হঠাৎ ওজন অনেক কমে যাওয়া।
* অধিক ব্যায়াম ও অধিক দুঃশ্চিন্তা।
* থাইরয়েডের সমস্যা।
* contraceptive বন্ধ করা অথবা চিকিৎসা বা স্ত্রী-রোগ বিষয়ক অবস্হা।
আপনার যদি প্রায়ই ঘন ঘন অথবা অনেক সময়ের ব্যাবধানে পিরিয়ড হয় তাহলে অবশ্যই গাইনি ডাক্তারের শরনাপন্ন হোন।
No comments:
Post a Comment