ড্রাগ লাইসেন্স কি এবং কেন
বৈধভাবে ফার্মেসি ব্যবসা করতে হলে, অবশ্যই ড্রাগ লাইসেন্স (drug license) সংগ্রহ করতে হবে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ঔষধ প্রশাসন অধিদফতর হতে এই লাইসেন্স প্রদান করা হয়। সাধারনত তিনটি বিভাগ বা ক্যাটাগরিতে এই লাইসেন্স প্রদান করা হয়। ফার্মাসিস্ট গ্রাজুয়েটদের এ ক্যাটাগরিতে, ডিপ্লোমা ফার্মাসিস্টদের বি ক্যাটাগরিতে এবং ফার্মেসি শর্ট কোর্স বা ফাউন্ডেশন কোর্স সম্পন্নকারীদের সি ক্যাটাগরিতে এই লাইসেন্স দেওয়া হয়। প্রতি তিন মাস পর পর ঔষধ প্রশাসনের সভায় আবেদনকারীদের তথ্য যাচাই বাছাই করে ড্রাগ লাইসেন্স প্রদান করা হয়।
আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র
ড্রাগ লাইসেন্সের জন্য ঔষধ প্রশাসনের নির্ধারিত ফরম ৭ এর মাধ্যমে আবেদন করতে হবে। সাথে জাতীয় পরিচয়পত্র ও ছবি ছাড়াও আরও যেসকল কাগজপত্র জমা দিতে হবে সেগুলো হলঃ
- ফার্মাসিস্টের অঙ্গীকারপত্র অর্থাৎ ফরম নম্বর ৭ ভালভাবে পূরণ করে তারিখ ও স্বাক্ষরসহ জমা দিতে হবে।
- ফার্মাসিস্ট এর রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি।
- লাইসেন্স ফি জমা দেয়ার ট্রেজারী চালান (১৫% ভ্যাট সহ)।
- ব্যাংক স্বচ্ছলতার সনদপত্র।
- দোকান ভাড়ার রসিদ বা চুক্তি-পত্রের সত্যায়িত কপি। দোকান নিজস্ব হলে দলিলের কপি অথবা সর্বশেষ মাসের বিদ্যুৎ বিলের কপি।
- ব্যবসা বা দোকানের অবস্থান পৌর এলাকায় হলে, ট্রেড লাইসেন্স এর ফটোকপি।
লাইসেন্স ফি
আবেদনপত্রের সাথে লাইসেন্স ফি ট্রেজারী চালানের মাধ্যমে জমা দিতে হবে। ব্যবসার অবস্থান পৌর এলাকায় হলে এই ফি তিন হাজার (৩০০০/-) টাকা এবং পৌর এলাকার বাইরে হলে এই ফি এক হাজার পাঁচশত (১৫০০/-) টাকা। *সকল ফি এর উপর ১৫% ভ্যাট প্রযোজ্য।
ড্রাগ লাইসেন্স নবায়ন
প্রতি দুই বছর পর পর ড্রাগ লাইসেন্স (drug license in bangladesh) নবায়ন করতে হয়। আপনার ব্যবসার অবস্থান পৌর এলাকায় হলে নবায়ন ফি দুই হাজার (২০০০/-) টাকা এবং আর পৌর এলাকার বাইরে হলে নবায়ন ফি এক হাজার (১০০০/-) টাকা। *সকল ফি এর উপর ১৫% ভ্যাট প্রযোজ্য।
প্রয়োজনীয় সময়
যাচাই বাছাই সম্পন্ন করে নতুন লাইসেন্স পেতে দুই থেকে তিন মাস পর্যন্ত সময় লাগে। লাইসেন্স নবায়নের ক্ষেত্রে সাধারনত পাঁচ থেকে সাত কর্ম দিবস সময় লাগে।
যোগাযোগ
ঔষধ প্রশাসন, ১০৫-১০৬, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ১০০০
ফোন: ৮৮০-২-৯৫৫৬১২৬, ৮৮০-২-৯৫৫৩৪৫৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৫৬৮১৬৬
ই-মেইল: drugs@citech.net, ওয়েবসাইট: www.dgda.gov.bd
ফোন: ৮৮০-২-৯৫৫৬১২৬, ৮৮০-২-৯৫৫৩৪৫৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৫৬৮১৬৬
ই-মেইল: drugs@citech.net, ওয়েবসাইট: www.dgda.gov.bd
ফার্মেসি কোর্স
ফার্মেসী ফাউন্ডেশন কোর্স
তিন মাসের এই ফাউন্ডেশন কোর্সটি বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির তত্ত্বাবধানে হয়ে থাকে। বাংলাদেশের সবগুলো জেলাতেই এ সমিতির শাখা আছে। ঢাকার মিটফোর্ড রোডে সমিতির প্রধান কার্যালয় অবস্থিত। প্রধান কার্যালয় ছাড়াও ঢাকার বিভিন্ন স্থানে আরও ১৭টি শাখা আছে। এসব শাখার যেকোনো একটি থেকে কোর্সটি সম্পন্ন করা যেতে পারে। কোর্সটিতে ভর্তির জন্য সর্বনিম্ন যোগ্যতা এসএসসি পাস। কোর্সটিতে সর্বমোট ৪০টি ক্লাস করানো হয়। সবগুলো ক্লাস সম্পন্ন হওয়ার পর দুই ঘণ্টার একটি পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় উত্তীর্ণদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রদান করা হয়। এ কোর্সটির সর্বমোট ফি ১ হাজার ৭৫০ টাকা। প্রশিক্ষণার্থী ভর্তির নির্দষ্টি কোনো সময়সীমা নেই, তাই আপনি এ কোর্সটি করতে আগ্রহী হলে, আপনার নিকটস্থ কেন্দ্রে দ্রুত খোঁজ নিন।
ভর্তি হওয়ার যোগ্যতা
- কমপক্ষে এস এস সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- বয়স কমপক্ষে সতের (১৭) বছর।
আবেদনপত্রের সাথে যেসকল কাগজপত্র জমা দিতে হবে
- এস এস সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণের মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
- সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
ফার্মেসি শর্ট কোর্স ভর্তি ফি
ফার্মেসি শর্ট কোর্স বা ফাউন্ডেশন কোর্স ফি এক হাজার পাঁচশত (১৫০০/-) টাকা এবং বই বাবদ দুইশত পঞ্চাশ (২৫০/-) টাকা বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি এর অনুকূলে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার এর মাধ্যমে ফাউন্ডেশন কেন্দ্রে জমা দিতে হবে।
ফার্মেসী কাউন্সিল এর পরীক্ষা ফি
ফার্মেসী কাউন্সিল এর পরীক্ষা ফি বাবদ এক হাজার টাকা (১০০০/-) টাকা বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের অনুকূলে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার এর মাধ্যমে ফাউন্ডেশন কোর্স পরিচালনা কেন্দ্রে জমা দিতে হবে।
পরীক্ষার প্রবেশপত্র
পরীক্ষার প্রবেশপত্র ফাউন্ডেশন কেন্দ্র থেকে পরীক্ষার ৪ দিন আগে সংগ্রহ করতে হবে।
এছাড়াও পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ফাউন্ডেশন কেন্দ্র থেকে জানা যাবে। পরীক্ষার আবেদনপত্রে যদি কেউ ভুল তথ্য সরবরাহ বা ভুয়া সনদপত্র জমা দেন, পরবর্তীতে যাচাই করার সময় পরীক্ষায় উত্তীর্ণ হলেও সনদ প্রদান করা হবে না।
সি ক্যাটাগরির রেজিস্ট্রেশন সনদের ফি ও নবায়ন
রেজিস্ট্রেশন ফি সি ক্যাটাগরির জন্য ২৫০ টাকা। এই ফি প্রতি ৫ বছরের জন্য প্রযোজ্য অর্থাৎ প্রতি ৫ বছর পর পর ৫ বছরের জন্য নবায়ন করতে হবে।
বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলে যোগাযোগ
রাহাত টাওয়ার, ১৪ লিঙ্ক রোড, পশ্চিম বাংলামটর, ঢাকা ১০০০
ওয়েবসাইটঃ www.pcb.gov.bd, ই-মেইলঃ info@pcb.gov.bd
ওয়েবসাইটঃ www.pcb.gov.bd, ই-মেইলঃ info@pcb.gov.bd
ফাউন্ডেশন কোর্স এর কেন্দ্র সমূহ
বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের অধীনে বাংলাদেশ ফারমাসিউটিক্যালস সোসাইটি ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির যৌথ উদ্যোগে পরিচালিত ফার্মেসী ফাউন্ডেশন কোর্সের কেন্দ্র সমূহ:
ঢাকা কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মোনা কমপ্লেক্স, ৫৬-৫৭ মিডফোর্ড রোড, বাবুবাজার, ঢাকা
টেলিফোনঃ ৭৩১৬৮২৯
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মোনা কমপ্লেক্স, ৫৬-৫৭ মিডফোর্ড রোড, বাবুবাজার, ঢাকা
টেলিফোনঃ ৭৩১৬৮২৯
টাঙ্গাইল কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মেইন রোড, মেডিসিন মার্কেট, টাঙ্গাইল
টেলিফোনঃ ০৯২১-৫৩০৩৫
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মেইন রোড, মেডিসিন মার্কেট, টাঙ্গাইল
টেলিফোনঃ ০৯২১-৫৩০৩৫
ফরিদপুর কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মেসার্স মেডিসিন মার্ট, থানা রোড, ফরিদপুর
টেলিফোনঃ ০৬৩১-৬৩২৬১
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মেসার্স মেডিসিন মার্ট, থানা রোড, ফরিদপুর
টেলিফোনঃ ০৬৩১-৬৩২৬১
ময়মনসিংহ কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
২৯/এ, আঠারো বাড়ী বিল্ডিং, মদন বাবু রোড, ময়মনসিংহ
টেলিফোনঃ ০৯১-৫৫১৮৫
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
২৯/এ, আঠারো বাড়ী বিল্ডিং, মদন বাবু রোড, ময়মনসিংহ
টেলিফোনঃ ০৯১-৫৫১৮৫
নারায়ণগঞ্জ কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
২/২৯, ডি, আই, টি, নারায়ণগঞ্জ
টেলিফোনঃ ৯৭১১৯২৯
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
২/২৯, ডি, আই, টি, নারায়ণগঞ্জ
টেলিফোনঃ ৯৭১১৯২৯
নরসিংদী কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
৩৫ নং বাড়ী, স্টেশন রোড, নরসিংদী
টেলিফোনঃ ০৬২৮-৬২৩৭৩
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
৩৫ নং বাড়ী, স্টেশন রোড, নরসিংদী
টেলিফোনঃ ০৬২৮-৬২৩৭৩
গাজীপুর কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
স্যাটেলাইট টাউন, চন্দনা চৌরাস্তা, গাজীপুর
টেলিফোনঃ ৭৩৯০০৮৭
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
স্যাটেলাইট টাউন, চন্দনা চৌরাস্তা, গাজীপুর
টেলিফোনঃ ৭৩৯০০৮৭
নেত্রকোনা কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, নেত্রকোনা
টেলিফোনঃ ০৯৫১-৬১৪৩৬
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, নেত্রকোনা
টেলিফোনঃ ০৯৫১-৬১৪৩৬
মাদারীপুর কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
জেলা পরিষদ সুপার মার্কেট, দ্বিতীয় তলা, সদর হাসপাতাল রোড, মাদারীপুর
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
জেলা পরিষদ সুপার মার্কেট, দ্বিতীয় তলা, সদর হাসপাতাল রোড, মাদারীপুর
কিশোরগঞ্জ কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, কিশোরগঞ্জ
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, কিশোরগঞ্জ
জামালপুর – শেরপুর কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মনিরাজপুর, জামালপুর
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মনিরাজপুর, জামালপুর
গোসাইরহাট থানা উপকেন্দ্র কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
বেপারী ফার্মেসী, হাওলাদার বাজার, গোসাইরহাট, শরীয়তপুর
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
বেপারী ফার্মেসী, হাওলাদার বাজার, গোসাইরহাট, শরীয়তপুর
শরীয়তপুর কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মেসার্স তুহিন মেডিক্যাল হল, শিধলকুড়া বাজার, গোসাইরহাট, ডামুড্যা, শরীয়তপুর
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মেসার্স তুহিন মেডিক্যাল হল, শিধলকুড়া বাজার, গোসাইরহাট, ডামুড্যা, শরীয়তপুর
মুন্সিগঞ্জ কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
সেতু ফার্মেসী, জেনারেল হাসপাতাল রোড, মুন্সিগঞ্জ
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
সেতু ফার্মেসী, জেনারেল হাসপাতাল রোড, মুন্সিগঞ্জ
চট্টগ্রাম কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
২৮, হাজারী লেন, চট্টগ্রাম
টেলিফোনঃ ০৩১-৬১৭১০৯
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
২৮, হাজারী লেন, চট্টগ্রাম
টেলিফোনঃ ০৩১-৬১৭১০৯
কুমিল্লা কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
গফুর ম্যানশন, রেইসকোর্স, কুমিল্লা
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
গফুর ম্যানশন, রেইসকোর্স, কুমিল্লা
চৌমুহনী কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মেসার্স মনির মেডিক্যাল হল, ডি, বি, রোড, চৌমুহনী, নোয়াখালী
টেলিফোনঃ ৫২০৫৪, ০১৮১৯৪৫৭১৫৮
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মেসার্স মনির মেডিক্যাল হল, ডি, বি, রোড, চৌমুহনী, নোয়াখালী
টেলিফোনঃ ৫২০৫৪, ০১৮১৯৪৫৭১৫৮
ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
বিসিডিএস ভবন, কাজিপাড়া রোড, ব্রাহ্মণবাড়িয়া
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
বিসিডিএস ভবন, কাজিপাড়া রোড, ব্রাহ্মণবাড়িয়া
কক্সবাজার কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
পানবাজার রোড, কক্সবাজার
টেলিফোনঃ ০৩৪১-৬৩৯৪৮
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
পানবাজার রোড, কক্সবাজার
টেলিফোনঃ ০৩৪১-৬৩৯৪৮
চাঁদপুর কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মেসার্স মেডিসিন কর্নার, কোর্ট স্টেশন, কালীবাড়ী, চাঁদপুর
টেলিফোনঃ ০৮৪১-৩৫৪৩
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মেসার্স মেডিসিন কর্নার, কোর্ট স্টেশন, কালীবাড়ী, চাঁদপুর
টেলিফোনঃ ০৮৪১-৩৫৪৩
ফেনী কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
ট্রাংক রোড, ফেণী
টেলিফোনঃ ০৩৩১-৭৪১৪৭
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
ট্রাংক রোড, ফেণী
টেলিফোনঃ ০৩৩১-৭৪১৪৭
লক্ষ্মীপুর কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মেসার্স প্রগতি ঔষধালয়, কলেজ রোড, লক্ষ্মীপুর
টেলিফোনঃ ৫৫৩৪৪
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মেসার্স প্রগতি ঔষধালয়, কলেজ রোড, লক্ষ্মীপুর
টেলিফোনঃ ৫৫৩৪৪
মাইজদী কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
কাসেম কমিশনারের বাড়ী, মাইজদী, নোয়াখালী
টেলিফোনঃ ৫২৫৪, ৬২৫৪
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
কাসেম কমিশনারের বাড়ী, মাইজদী, নোয়াখালী
টেলিফোনঃ ৫২৫৪, ৬২৫৪
সিলেট কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মির বক্স টুলা, বিসিডিএস ভবন, সিলেট
টেলিফোনঃ ০৮২১-৭১৫৯৩৮
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মির বক্স টুলা, বিসিডিএস ভবন, সিলেট
টেলিফোনঃ ০৮২১-৭১৫৯৩৮
মৌলভীবাজার কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মেসার্স ক্রিসেন্ট ফার্মেসী, প্রেসক্লাব মোড়, মৌলভীবাজার
টেলিফোনঃ ০৮৬১-৫৩১৭৩
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মেসার্স ক্রিসেন্ট ফার্মেসী, প্রেসক্লাব মোড়, মৌলভীবাজার
টেলিফোনঃ ০৮৬১-৫৩১৭৩
ভৈরব কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
ভৈরব পপুলার হাসপাতাল, কমলপুর, ভৈরব
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
ভৈরব পপুলার হাসপাতাল, কমলপুর, ভৈরব
রাজশাহী কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
বিসিডিএস ভবন, লক্ষ্মীপুর, রাজশাহী
টেলিফোনঃ ০৭২১-৭৭৩৫৮৪
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
বিসিডিএস ভবন, লক্ষ্মীপুর, রাজশাহী
টেলিফোনঃ ০৭২১-৭৭৩৫৮৪
রংপুর কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
বিসিডিএস ভবন, ফকির মোহাম্মাদ রোড, জুম্মা পাড়া, রংপুর
টেলিফোনঃ ০৫২১-৬৩৭৯৮
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
বিসিডিএস ভবন, ফকির মোহাম্মাদ রোড, জুম্মা পাড়া, রংপুর
টেলিফোনঃ ০৫২১-৬৩৭৯৮
বগুড়া কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মেসার্স রবিন ট্রেডিং হাউস, এম, এ, খান লেন রাবেয়া মার্কেট, দ্বিতীয় তলা, বগুড়া
টেলিফোনঃ ০৫১-৭২৭৪৪
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মেসার্স রবিন ট্রেডিং হাউস, এম, এ, খান লেন রাবেয়া মার্কেট, দ্বিতীয় তলা, বগুড়া
টেলিফোনঃ ০৫১-৭২৭৪৪
চুয়াডাঙ্গা কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
বিসিডিএস ভবন, রুপছায়া সিনেমা হলের পাঁশে, চুয়াডাঙ্গা
টেলিফোনঃ ০৭৬১-৬২৫৫৫
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
বিসিডিএস ভবন, রুপছায়া সিনেমা হলের পাঁশে, চুয়াডাঙ্গা
টেলিফোনঃ ০৭৬১-৬২৫৫৫
দিনাজপুর কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
বিসিডিএস ভবন, পাহাড়পুর, লিলি মোড়, দিনাজপুর
টেলিফোনঃ ০৫৩১-৬১৩৪২
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
বিসিডিএস ভবন, পাহাড়পুর, লিলি মোড়, দিনাজপুর
টেলিফোনঃ ০৫৩১-৬১৩৪২
নওগাঁ কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, নওগাঁ
টেলিফোনঃ ০৭৪১-৫২৫৮২
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, নওগাঁ
টেলিফোনঃ ০৭৪১-৫২৫৮২
পাবনা কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মেসার্স আলম ফার্মেসী, সোনাপট্টি, পাবনা
টেলিফোনঃ ০৭৩১-৬৬৩১১
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মেসার্স আলম ফার্মেসী, সোনাপট্টি, পাবনা
টেলিফোনঃ ০৭৩১-৬৬৩১১
নাটোর কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
বিসিডিএস ভবন, কানাইখালী, নাটোর
টেলিফোনঃ ০৭৭১-৬১০৭২
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
বিসিডিএস ভবন, কানাইখালী, নাটোর
টেলিফোনঃ ০৭৭১-৬১০৭২
গাইবান্ধা কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, গাইবান্ধা
টেলিফোনঃ ০৫৪১-৬২১০১
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, গাইবান্ধা
টেলিফোনঃ ০৫৪১-৬২১০১
কুষ্টিয়া কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
বিসিডিএস ভবন, ১১/৩, জে এন মজুমদার লেন, কোর্টপাড়া, কুষ্টিয়া
টেলিফোনঃ ০৭১-৭১৬৮৩
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
বিসিডিএস ভবন, ১১/৩, জে এন মজুমদার লেন, কোর্টপাড়া, কুষ্টিয়া
টেলিফোনঃ ০৭১-৭১৬৮৩
জয়পুরহাট কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মেসার্স বেগম মেডিক্যাল ষ্টোর, সদর রোড, জয়পুরহাট
টেলিফোনঃ ০৫৭১-৬২৪৯৬, ০১৮৮৩৬৮৩৪৩
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মেসার্স বেগম মেডিক্যাল ষ্টোর, সদর রোড, জয়পুরহাট
টেলিফোনঃ ০৫৭১-৬২৪৯৬, ০১৮৮৩৬৮৩৪৩
ঠাকুরগাঁও কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
বিসিডিএস ভবন, ঠাকুরগাঁও
টেলিফোনঃ ০৫৬১-৫২৩৪৩
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
বিসিডিএস ভবন, ঠাকুরগাঁও
টেলিফোনঃ ০৫৬১-৫২৩৪৩
চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
বসুনিয়াপট্টি, চাঁপাইনবাবগঞ্জ
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
বসুনিয়াপট্টি, চাঁপাইনবাবগঞ্জ
কুড়িগ্রাম কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মেসার্স শুভ মেডিক্যাল ষ্টোর, কলেজ রোড, কুড়িগ্রাম
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মেসার্স শুভ মেডিক্যাল ষ্টোর, কলেজ রোড, কুড়িগ্রাম
লালমনিরহাট কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
সাপটানা বাজার, সদর হাসপাতাল রোড, লালমনিরহাট
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
সাপটানা বাজার, সদর হাসপাতাল রোড, লালমনিরহাট
নীলফামারী কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
থ্রী-আর সোলেমান প্লাজা (জনতা ব্যাংক এর নিচে), নীলফামারী বাজার, নীলফামারী
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
থ্রী-আর সোলেমান প্লাজা (জনতা ব্যাংক এর নিচে), নীলফামারী বাজার, নীলফামারী
খুলনা কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
বিসিডিএস ভবন, ময়লাপোতা মোড়, কে, ডি, এ, এভিনিউ, খুলনা
টেলিফোনঃ ০৪১-৭২৪১৬২
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
বিসিডিএস ভবন, ময়লাপোতা মোড়, কে, ডি, এ, এভিনিউ, খুলনা
টেলিফোনঃ ০৪১-৭২৪১৬২
সাতক্ষীরা কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
বিসিডিএস ভবন, মনজিৎপুর, সাতক্ষীরা
টেলিফোনঃ ০৪৭১-৬৩১১২
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
বিসিডিএস ভবন, মনজিৎপুর, সাতক্ষীরা
টেলিফোনঃ ০৪৭১-৬৩১১২
সিরাজগঞ্জ কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
এফ এম ভবন, এস এস রোড, সিরাজগঞ্জ
টেলিফোনঃ ০৭৫১-৬৪৬৯৮
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
এফ এম ভবন, এস এস রোড, সিরাজগঞ্জ
টেলিফোনঃ ০৭৫১-৬৪৬৯৮
বরিশাল কেন্দ্র
No comments:
Post a Comment