Health tips, skin tips, diet control, medicine, food, control oil, sex pill, sleeping pils.

Post Page Advertisement [Top]

বাচ্চারা যখন বিছানায় প্রস্রাব করে!সাধারণত ৪-৫ বছরের ভিতর একটি শিশু পূর্ণভাবে টয়লেটে গিয়ে প্রস্রাব করতে শিখে। যদি ৫ বছরের পরেও কেহ বিছানায় প্রস্রাব করতে থাকে তাহলে চিকিৎসা বিজ্ঞানে তাকে ‘ইনুওরেসিস' বলা হয়। এই রোগে আক্রান্ত বাচ্চারা কেউ রাতের বেলায়, কেউবা দিনের বেলায়ও কাপড়ে প্রসাব করে ফেলে। মনে রাখতে হবে এটা কখনো ইচ্ছাকৃত নয়।
তবে দিনের চেয়ে রাতেই এই অঘটনটি ঘটে থাকে বেশি। আপনার বাচ্চার যদি এই সমস্যা থাকে তাহলে এর জন্য প্রথমে আপনাদের বাবুকে আশ্বস্ত করতে হবে যে এটা খুব উদ্বিগ্ন হওয়ার মত কিছু নয় এবং এর জন্য তাকে দায়ী করা বা শাস্তি দেয়া চলবে না। আপনাদের আরো বুঝাতে হবে যে, এই ব্যাপারটিকে তার কাছে মুখ্য করে তুলবেন না।বাচ্চার কিছু অভ্যাস তৈরি করুন এই অভ্যাসগুলোর কারণে সমস্যা কম হবে। যেমনঃ
১. রাতে শোয়ার আগে শিশুকে পানীয় জাতীয় খাদ্য কম দিতে হবে।
২. বাবা-মা ঘুমাবার সময় শিশুকে উঠিয়ে একবার টয়লেট নিয়ে প্রস্রাব করিয়ে আনতে হবে।
৩. সপ্তাহে কোন কোন রাতে শিশু বিছানায় প্রস্রাব করেনি সেদিনগুলো শিশু নিজে লাল কালি দিয়ে ক্যালেন্ডারে দাগ দেবে এবং বিছানায় প্রস্রাব না করার জন্য তাকে বিভিন্ন ধরনের পছন্দনীয় পুরস্কার দিতে হবে। এসবেই কোন শিশু ক্রমান্বয়ে টয়লেট ট্রেনিং শিখে নেয়।
কিন্তু যদি, ৫ বছর বয়স হয়ে যাওয়ার পরও আপনার বাবুর এই সমস্যা থাকে তখন আপনি আপনার বাবুকে নিয়ে একজন শিশুরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। যদি আপনার বাবুর শারীরিক পরীক্ষায় কোনো অসুস্থতা পাওয়া যায়, তবে তার যথাযথ চিকিৎসা করাতে হবে।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib